রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ সুরমা জোনের উদ্যোগে ॥ পোলিও ডে উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

14
বিশ^ পোলিও দিবসকে সামনে রেখে ‘পোলিও মুক্ত বিশ^ চাই’ শ্লোগানে নগরীতে র‌্যালি

বিশ^ পোলিও দিবসকে সামনে রেখে ‘পোলিও মুক্ত বিশ^ চাই’ শ্লোগানে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ সুরমা, জোনের উদ্যোগে এ র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর কীন ব্রীজ সংলগ্ন সারদা হলের সামন থেকে র‌্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ সুরমা জোনের অ্যাসিস্ট্যান্ট গভর্ণর ও প্রোগ্রাম চেয়ারম্যান পিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি-৩২৮২ গভর্ণর লেফটেনেন্ট কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি ডা. মঞ্জুরুল হক, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, ফার্স্ট লেডি রোটারিয়ান ফিরোজা রহমান, ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সেক্রেটারি নিরেশ চন্দ্র দাস, লে. গভর্ণর ডা. মীর মাহবুবুল আলম, সুরমা জোনের প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট আব্দুস সামাদ নজরুল, রেজিষ্ট্রেশন চেয়ারম্যান পিপি তোফায়েল আহমেদ, রোটারি ক্লাব অব হোস্ট ক্লাবের প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, রোটারি ক্লাব অব টিসিটির চার্টার্ড প্রেসিডেন্ট এফজাল আহমদ চৌধুরী, রোটারি ক্লাব রাইজিং স্টারের প্রেসিডেন্ট আবু সালেহ ভূইয়া, রোটারি ক্লাব অব হোয়াইট স্টোন চার্টর্ড প্রেসিডেন্ট কাজী জয়নুল হক ও সুরমা জোনের বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ, ডেপুটি গভর্ণর, এসিস্টেন্ট গভর্ণর, ডিস্ট্রিক্ট অফিসিয়াল ও রোটাররিয়ান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি