সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতার বিকল্প নেই —ফয়সাল মাহমুদ

5

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর ব্যস্ততম আম্বরখানা পয়েন্টে এক সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন পূর্ব সভায় নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপির উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু, টিআই মুহিবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ফয়সাল মাহমুদ বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন গণদাবিতে পরিণত হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যে জাতি শৃঙ্খলাভাবে চলাফেরা করে সে জাতি তত বেশী উন্নয়নের শেখড়ে আরোহণ করে। তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
নিসচা সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, জুমান আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আল আমিন খান, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক সুহেল চৌধুরী, কার্যকরী সদস্য আহসান হাবিব, ডা. মনির চৌধুরী, পরিমল পাল, সাদেকুর রহমান সুহেল, আব্দুল হাসিব প্রমুখ। বিজ্ঞপ্তি