সরকার শিক্ষা ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন ———— নিবাস রঞ্জন দাস

19

সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার শিক্ষা ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন।
তিনি গতকাল ২ সেপ্টেম্বর বুধবার বিকালে নগরীর রায়নগর, দর্জিবন্ধস্থ মঈন উদ্দিন মাষ্টারের কলোনীতে রুরাল ডেভেলপমেন্ট সেন্টার সিলেট পরিচালিত শিশু পাঠ কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রুরাল ডেভেলপমেন্ট সেন্টার সিলেটের সভাপতি সমিক সহিদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম শওকত আমীন তৌহিদ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক নাছিমা চৌধুরী, পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা রুমেনা বেগম, আরডব্লিউডি’র নির্বাহী পরিচালক সমিতা বেগম মিরা, গ্রীণ ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর নির্বাহী পরিচালক বায়জিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, রুরাল ডেভেলপমেন্ট সেন্টারের সচিব সদানন্দ ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক আনছার আলী। উপস্থিত ছিলেন শিশু পাঠ কেন্দ্রের শিক্ষক সালমা আক্তার সাথী, নিলামা আক্তার, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি