সিলেটের সম্ভাবনাময় পর্যটন নিয়ে সরকার ব্যাপক আন্তরিক ——-বিমান ও পর্যটন সচিব

6

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো: মহিবুল হক বলেছেন, সিলেটের সম্ভাবনাময় পর্যটন নিয়ে সরকার ব্যাপক আন্তরিক। সিলেটে একদল দক্ষ ট্যুর গাইড গঠনের লক্ষ্যে শীঘ্রই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সরকারের এইসব পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী দিনগুলোতে সিলেটের পর্যটনে ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাবে।
তিনি গত ২ দিন সিলেটের পর্যটন নিয়ে সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নে সরেজমিনে সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গতকাল রবিবার সিলেট পর্যটন মোটেলে সিলেট ট্যুর গাইড এসোসিয়েশন এবং সিলেট ট্যুরিজম ক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আবুল কালাম, পর্যটন কর্পোরেশন সিলেটের ব্যবস্থাপক কাজী ওয়াহিদুর রহমান, সিলেট ট্যুর গাইড এসোসিয়েশন ও ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি ফয়জুল হাসান, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, সহ-সাধারণ সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি