ভাদ্র

13

মহিউদ্দিন বিন্ জুবায়েদ

ভাদ্র মাসে তালের পিঠা
বড়ই চমৎকার,
লোভ সামলে মন মানাবে
সাধ্য আছে কার?

বিলের ধারে ঝিলের পাড়ে
সাদা কাঁশের মেলা,
আকাশ জুড়ে ভাদ্র মাসে
মেঘের নানা খেলা।

রৌদ্র উঠে বৃষ্টি ঝরে
ফুটে নানান ফুল,
ফড়িং নাচে দূর্বা ঘাসে
মন করে আকুল।