শহীদ তোতা মিয়ার স্মরণ সভায় শফিক চৌধুরী ॥ রাজাকারদের বিচারের আওতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহব্বান

9

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া তোতা মিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার উমরপুর ইউনিয়নের শাহাজানপুর গ্রামস্থ শহীদ তোতা মিয়ার বাড়িতে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন শহীদ তোতা মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহ্বাজ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বঙ্গবুন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান পেয়েছিল। সেই স্থানকে আরও উচ্চ স্থানে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে রাজাকারের উত্তরসূরিরা একের পর এক ষড়যন্ত্র করে শেখ হাসিনাসহ আওয়ামীলীগকে ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন বিলিয়ে দিয়ে স্বাধীনতা এনে ছিলেন তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধচলাকালিন সময়ে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় ওসমানীনগরের তোতা মিয়াসহ আরও অনেক মুক্তিযোদ্ধাদের তুলে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। এরপর তাদের লাশের
সন্ধানও পায়নি তাদের পরিবারের সদস্যরা। তাই স্থানীয় রাজাকারদের বিচারের আওতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। যুবলীগ নেতা মুকিদ মিয়ার পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া ও ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন। বক্তব্য রাখেন-আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী, আবদুল মিয়া, উমরপুর ইউপি সদস্য মাহফুজুল হক আখলু, আমিরুল শিকদার, রুকন আহমদ চৌধুরী, সৈয়দ মাসুদ আলী, সোহেল আহমদ, সেলিম আহমদ, আবদুল খালিক, যুবলীগ নেতা মতিউর রহমান প্রমুখ।