সুনামগঞ্জ সমিতির এসএসসি উত্তীর্ণদের সম্বর্ধনায় প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি

46

সুনামগঞ্জ সমিতি সিলেটের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সম্বর্ধনা আগামী ৩০ ডিসেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি। প্রধান বক্তা-এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ পিপি।
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ইলেকট্রিক সাপ্লাইস্থ মেট্রোপলিটন ল-কলেজে সুনামগঞ্জ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা সভাপতি এডভোকেট রাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক দিলোয়ার হোসেন বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ ফয়সল রাজা চৌধুরী, এডভোকেট এ.কে.এম আলী আজগর, এডভোকেট সিদ্দিকুর রহমান, আলহাজ্ব মোঃ হাকিম উদ্দিন, হাজী জিল্লুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সৈয়দ বদরুল আলম, অধ্যাপক ছাব্বির আহমদ, মাওঃ আব্দুল মালিক চৌধুরী, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, রজত ভুষন সরকার, আব্দুস শহীদ খান প্রমুখ। সভায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা আগামী ৩০ ডিসেম্বর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি। এ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবি মিছবাহ উদ্দিন সিরাজ পিপি, সম্বর্ধনা অনুষ্ঠানে যথাসময়ে সম্বর্ধিত ছাত্র-ছাত্রী সহ সুনামগঞ্জ সমিতির সদস্য ও সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের নাগরিকদের উপস্থিত থাকার জন্য সুনামগঞ্জ সমিতির সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক দিলোয়ার হোসেন বাবর অনুরোধ জানিয়েছেন। সুনামগঞ্জ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি