স্মরণ সভায় বক্তারা ॥ সিলেটের সাহিত্য-সংস্কৃতির বিকাশে আলী আশরাফের অবদান রয়েছে

12

দেশের প্রান্তিক জনপদ রত্মাগর্ভা সিলেট অঞ্চলে যুগে যুগে জন্ম নিয়েছেন অগণিত গুণীজন। যাদের কর্মের মহিমায় এ অঞ্চল তথা দেশের মাটি ও মানুষ ধন্য হয়েছে। এসব কৃতি পুরুষদের অনুকরণীয় জীবন অবদানকে নতুন প্রজন্তের কাছে তুলে ধরতে হবে। আমাদের স্বার্থেই তাদের কর্মের মূল্যায়ন করতে হবে। সিলেটে সাহিত্য সংস্কৃতির বিকাশে আলী আশরাফের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এর প্রমাণ মুসলিম সাহিত্য সংসদের প্রায় একশটি সাহিত্য সভা তার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এই বাড়ীতে কবি রবীন্দ্রনাথ, সুভাষ বসু, বিদ্রোহী কবি নজরুল, বিশিষ্ট উপন্যাসিক হুমায়ুন আহমদ সহ অনেক কবি, সাহিত্যকের আগমন ঘটেছে। সিলেটের সর্বজন শ্রদ্ধের সাবেক যুগ্ম সচিব, বিশিষ্ট আইনজীবী ও বৃক্ষপ্রেমিক এ.এস.এম আলী আশরাফের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলে।
সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে গত ৩১ আগষ্ট শনিবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খছরুর সভাপতিত্বে এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলাম এর পরিচালনায় এ.এস.এম আলী আশরাফ স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব গার্ডেন সিটির প্রেসিডেন্ট সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সামাদ নজরুল।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জর্জকোর্টের কর্মকর্তা মো.আব্দুল লতিফ এবং সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক রুহল ফারুক, সিলেট জেলা বারের আইনজীবী কয়ছর আহমদ, বিশিষ্ট সমাজসেবী মো. আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি তিব্বিয়া কলেজের প্রভাষক ডা. মো. জালাল উদ্দিন, মদন মোহন কলেজের অধ্যাপক মিহির মোহন দেব, প্রভাষক ইঞ্জিনিয়ার মো.সিরাজুল ইসলাম খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট আলোকিত সমাজ কল্যান সংস্থার সভাপতি শারমনি কবির, সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহিদুল হক, জালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সমাজসেবী কয়েছ আহমদ সাগর, মাওলানা মঈনুদ্দিন, সবুজ বাংলা সমাজ কল্যাণ যুবঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদার, সেবক সংঘের অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম, ইনসাফ ভিলেজ ডেলেপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সহ-সভাপতি মো.মোক্তার হোসেন, মাসরুম সমিতির প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী,কুশিঘাট আলোকিত যুব সংস্থার সভাপতি ইমতিয়াজ রহমান ইনু, অষ্ট্রগ্রাম ইটনা সাধারন সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তার। বিজ্ঞপ্তি