ছড়াকার তাজুল ইসলাম বাঙালির স্মরণে জেলা খেলাঘরের শোক সভা

19
খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট ছড়াকার তাজুল ইসলাম বাঙালির স্মরণে খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে শোক সভায় বক্তব্য রাখছেন সিলটিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক আল আজাদ।

খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি, জাতীয় পরিষদ সদস্য ও বিশিষ্ট ছড়াকার তাজুল ইসলাম বাঙালির স্মরণে খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট শনিবার বিকেল ৪টায় সারদা হলে এ শোক সভা হয়।
খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি বিধান দেব চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুনু আলী, সিলটিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক আল আজাদ, খেলাঘর কেন্দ্রীয় আসরের সম্পাদক মাহবুবুর রহমান শিপন, আক্তার হোসেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়।
শোক সভায় তাজুল ইসলাম বাঙালির স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। তাঁর কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্তভাবে লেখা পাঠ করেন খেলাঘর সিলেট জেলা কমিটির সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খেলাঘর সিলেট জেলা কমিটির সহ সভাপতি তাপসী চক্রবর্তী লিপি।
বক্তব্য রাখেন, আনন্দ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েস, সৃষ্টি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অপরূপ দাস অয়ন, সমন্বয় খেলাঘর আসরের সভাপতি এডভোকেট সুদীপ্ত অর্জুন, মুক্তমন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি চৌধুরী, সুরমা খেলাঘর আসরের সভাপতি পরিতোষ বাবলু, পুষ্প হাসি খেলাঘর আসরের সহ সভাপতি সত্যপ্রিয় দাস শিবু, তাজুল ইসলাম বাঙালির পরিবারের মধ্যে থেকে শম্পা বাঙালি, শান্তা বাঙালি, ইশান বাঙালি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু-কিশোর মেলার সদস্য তানজিনা বেগম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিপিএস এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সোপান সিলেটের অর্থ সম্পাদক শ্যামল দে, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনীষা ওয়াহিদ, নাট্যকার ও খেলাঘর কর্মী সুদীপ চৌধুরী, খেলাঘর কর্মী চন্দন দাস, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, মেঠোসুরের সম্পাদক বিমান তালুকদার, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, জয় বাংলা পরিষদ সিলেট জেলার সভাপতি হরিপদ চন্দ, কবি কাজী শাহেদ বিন জাফর, প্রগতি লেখক সংঘ সিলেটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাধব রায়, খেলাঘর মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন, পল্লী কানন খেলাঘর আসরের আহ্বায়ক সৈয়দ ফরহাদ হোসেন, সোপান সিলেটের শিক্ষক আব্দুল মালেক, বাসদ সিলেট জেলা নেতা প্রণব জ্যোতি পাল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ তাজুল ইসলাম বাঙালির শিশুতোষ ছড়া রচনার অনন্যতা, খেলাঘরের প্রতি আত্মনিবেদন এবং সাহসী সংগ্রামশীলতার বিষয়টি তুলে ধরেন। বিজ্ঞপ্তি