জেলা ইমাম সমিতির উপজেলা প্রতিনিধি সম্মেলন ॥ আর্থ-সামাজিক উন্নয়নে ইমামগণকে অগ্রণী ভূমিকা রাখতে হবে

87

আর্থ-সামাজিক উন্নয়নে ইমামদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট জেলা ইমাম সমিতির উদ্যোগে ২১ অক্টোবর সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তাগণ বলেন, মসজিদের ইমাম-খতিবগণ আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে আলেম-উলামারা দূরে থাকার কারণে সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম, ও অশান্তি। ইমাম, মুয়াজ্জিন ও খতীবগণ রাজনৈতিক প্রতিহিংসাকে এড়িয়ে চলতে হবে। বক্তাগণ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবীলকে একশত কোটি টাকায় উন্নিত করা এবং দেশের প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণের সরকারীভাবে বেতন-ভাতা চালু করার দাবি জানিয়ে বলেন যে, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহছান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জালালউদ্দিন ভুয়া ও সহ সম্পাদক হাফিজ মাওলানা শিহাব উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে পবিত্র কালাম থেকে তেলাওত করেন হাফিজ মাওলানা বদরুল আলম, স্বাগত বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুফতি আবুল হাসান, বিশিষ্ট সাংবাদিক সিরাজুল ইসলাম, মহানগর ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা আহমদ হুসাইন, জেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল হালীম আলবাব, সহ দপ্তর সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ। উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা মভাপতি মাওলানা মাহমুদ হাসান, উসমানী নগর উপজেলা সভাপতি মাওলানা আবুল বশর, কানাইঘাট উপজেলা সভাপিত মাওলানা এবাদুর রহমান, বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সহ সভাপতি মাওলানা আশফাকুদ্দিও গোয়াইনঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। বিজ্ঞপ্তি