বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার আলোচনা সভায় এডভোকেট মিসবাহ সিরাজ ॥ শেখ মুজিবের পাশে অন্য কোন নেতার নাম কল্পনা করা যায় না

114
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ১৫ আগষ্ট একটি কালো অধ্যায়। ঐ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার স্বপরিবারকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। অপরাজিত শক্তিরা আওয়ামীলীগকে ধবংস করতে একের পর এক ষড়যন্ত্র করে গ্রেনেড হামলা চালায়। তিনি বাঙালি জাতির শ্রেষ্ঠ পিতা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যার সমান কেউ হবে না, বাঙালি হিসেবে শেখ মুজিবের পাশে অন্য কোন নেতার নাম কল্পনা করাও দুর্ভাগ্যজনক। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান
তিনি ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকালে নগরীর মেন্দিবাগস্থ একটি হোটেলে বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, ফাউন্ডেশেরন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস খান ও যুগ্ম সম্পাদক শামীম আল মামুন মনির এর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মঈনুল ইসলাম, মাহমুদুর রশীদ দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাশ, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক সেলিম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, তথ্য সম্পাদক অধ্যাপক বিলাল হোসেন, মোজাম্মেল হোসেন মেনন, সাংস্কৃতিক সম্পাদক বিধু ভূষণ চক্রবর্ত্তী, কার্যনির্বাহী কমিটির সদস্য মিয়াদ আহমদ, শাহজামাল আহমদ, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আমিন, ফাউন্ডেশনের যুক্তরাজ্য শাখার সভাপতি ফেরদৌস শেরদিল, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ফজলুর আলম, গোয়াইনঘাট স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি