জননেতা আব্দুল হামিদের ১৮তম মৃত্যু বার্ষিকীতে গণতন্ত্রী পার্টির কর্মসূচি

7

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক, বরেণ্য রাজনীতিবিদ জননেতা আব্দুল হামিদের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, আগামীকাল পয়লা সেপ্টেম্বর রবিবার সিলেট জেলা গণতন্ত্রী পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-
রবিবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন ও কবর জিয়ারত। জিয়ারত শেষে বেলা ১১টায় পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। বিকাল ৫টায় তালতলাস্থ গণতন্ত্রী পার্টির কার্যালয় জননেতা আব্দুুল হামিদের স্মরণে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থি থাকবেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিষ্টার মোহাম্মদ আরশ আলী।
উক্ত কর্মসূচিতে পার্টির সকল নেতাকর্মি ও শুভাকাংখীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি