গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত ॥ গুমের মানবতা বিরোধী অপরাধ থেকে বেরিয়ে আসতে হবে

15
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ডিফেল্ডার্স নেটওয়ার্কের উদ্যোগে নগরীতে র‌্যালী বের করা হয়।

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসের র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গুম একটি স্বীকৃত আন্তর্জাতিক অপরাধ। যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গন্য। এ অপরাধ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গুমের হাত থেকে সকল ব্যক্তির সুরক্ষার কথা উল্লেখ করে বক্তারা বলেন, ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের আন্তর্জাতিক কনভেনশনে তা গৃহিত হয়। তাই আন্তর্জাতিক সনদ বা চুক্তি অনুস্বাক্ষর কারার ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের বাধ্য বাধকতা রয়েছে। বাংলাদেশ ও এই সনদে স্বাক্ষরকারী দেশ। কিন্তু বাংলাদেশে অনেকই গুমের শিকার হচ্ছেন। তাই এসব গুম বন্ধ করে তাদের স্বজনদের পাশে সকলকে দাঁড়াতে হবে। হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দিবসে র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ লেখক শিবির সিলেটের আহ্বায়ক অধ্যক্ষ গোলাম রব্বানী, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে.এম শমিউল আলম, গুমের শিকার ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের বোন তাহছিন শারমিন তামান্না, ছাত্রদল নেতা জুনেদ আহমদের ভাই হাসান মঈন উদ্দিন আহমদ (মঈনুল)। কী নোট পাট করেন মানবাধিকার কর্মী সোহেল ইবনে রাজা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে সামাবেশে বক্তারা গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট শামীম হাসান চৌধুরী, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, বাংলাদেশ লেখক শিবিরের সদস্য মিনহাজ আহমদ, সাবেক কাউন্সিলর সালেহা কবীর সেপী, সুশাসনের জন্য নাগরিক(সুজন) সিলেটের সহ-সম্পাদক মিজানুর রহমান, মানাবধিকার কর্মী মোহাম্মদ শাহ আলম, সামসুদ্দিন শুভ, মানবাধিকার কর্মী মাহমুদ হোসেন, মো: সারোয়ার খান, মো: মিজানুর রহমান চৌধুরী, মো: তামবীর আহমদ সজিব, সৈয়দ মিনহাজুর রহমান সাহির, ফয়ছল আহমদ নাহিদ, গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের ছোট ভাই ইসমাম আহমদ, কামরুল হাসান, জালাল আহমদ, ফয়ছল আমিন, মোঃ এনামুল হক, স্বপন আহমদ, ফয়ছল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি