জগন্নাথপুরে ২০টি কাটা গাছ জব্দ

6
জগন্নাথপুরে কর্তনকৃত জব্দ করা গাছ।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সরকারি জায়গা থেকে অনুমতি ছাড়া গাছ কাটার কারণে ২০টি কাটা গাছ জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝাপাড়া গ্রামে।
জানা গেছে, মৌজা চিলাউড়া, জেএল নং-১৯৩, দাগ নং ২৫৩০ ও খতিয়ান নং-০১ এ ৭৭ শতক সরকারি বাড়ি রকম ভূমি রয়েছে। সরকারি এ ভূমি প্রথমে বন্দোবস্ত আনেন গ্রামের আবদুল মনাফ। পরে তাঁর ছেলে আংগুর মিয়া ও তার স্ত্রী সালেহা বেগমের নামে বন্দোবস্ত আনা হয়। তবে তাদের পারিবারিক বিরোধের কারণে এ বন্দোবস্ত বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
এর মধ্যে গত কয়েক দিন আগে এ বাড়ি থেকে বিভিন্ন জাতের প্রায় ২০টি গাছ কাটা হয়। খবর পেয়ে ১৯ আগষ্ট জগন্নাথপুর তপশিল অফিসের কর্মকর্তারা কর্তনকৃত গাছগুলো জব্দ করেন। তবে ২১ আগষ্ট বুধবার সরজমিনে এ জমির বন্দোবস্ত প্রাপ্ত আংগুর মিয়ার পিতা আবদুল মনাফ বলেন, আমার নামে বন্দোবস্ত থাকলে পরিবারে বিরোধ হতো না। এছাড়া আমরা আমাদের মনে করে গাছগুলো কেটেছি।
এ ব্যাপারে জানতে চাইলে কর্তনকৃত গাছগুলো জব্দকারী জগন্নাথপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা চন্দ্রনাথ রায় বলেন, ভূমিহীন হিসেবে উক্ত জমির বন্দোবস্ত প্রাপ্ত আংগুর মিয়া ও তার স্ত্রী হলেও তারা রেকর্ডিও জায়গার মালিক রয়েছেন। যে কারণে তাদের বন্দোবস্ত বাতিলের প্রক্রিয়া চলছে। এছাড়া বিচারাধীন সরকারি জমি থেকে বিনা অনুমতিতে গাছ কাটায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি কর্তনকৃত গাছগুলো জব্দ করেছি।