সিলেটবাসীর জন্য অনেক বিস্ময় অপেক্ষা করছে – মেয়র আরিফ

12

সিলেটকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল নগরী হিসেবে সকলের নিকট পরিচিতি লাভ করাতে তরুণরা যে উদ্যোমে এগুচ্ছে, তা নি:সন্দেহে আশার সঞ্চার করে আমাদের মধ্যে, অচিরেই সিলেট একটি মডেল নগরী হিসেবে সকলের নিকট প্রতিষ্ঠিত হবে। ১৬ আগষ্ট শুক্রবার ক্লিন সুরমা, গ্রিণ সিলেট প্রজেক্টের কার্যক্রমের উন্মতি পর্যবেক্ষণ করতে গিয়ে এসব কথা বলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি নগরীর সুরমার তীরবর্তী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন সুরমা, গ্রিণ সিলেট’ এর ৯ম সপ্তাহ পরিচালনা করা সিলেটের তরুণদের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং তরুণদের উৎসাহ প্রদান করেন।
তিনি আশ্বাস দেন, অচিরেই সুরমার তীরবর্তী এই জায়গাকে একটি সুন্দর পার্কের আদলে তৈরী করতে তিনি তরুণদের সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাবেন। বেড়া স্থাপন, সিকিউরিটি গার্ড, সিসি ক্যামেরা, রঙিন লাইট বসানো সহ জায়গাটিকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন ; সব কিছু নিজের তত্ত্বাবধানে করে দেয়ার প্রতিশ্র“তি দেন তিনি। সিলেটবাসীর জন্য অনেক নতুন চমক তৈরী হতে যাচ্ছে বলে আশার বাণী শোনান মেয়র।
তরুণদের এই কার্যক্রমে অভিভূত হয়ে তিনি জানিয়েছেন- খুব অল্প সময়েই যে তারা একটি অবহেলিত সম্ভাবনাময় জায়গাটিকে এভাবে জাগিয়ে তুলতে পেরেছে, তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। বিজ্ঞপ্তি