আজ জগন্নাথপুর মুক্ত দিবস

60

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
আজ ৯ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস পালিত হবে। দিবসটি উদযান উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র‌্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম জানান।
জানা গেছে, ১৯৭১ সালে দেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে জগন্নাথপুরে পাক হানাদার বাহিনী তাদের দোসর রাজাকারদের নিয়ে তান্ডব চালায়। বাড়িঘরে অগ্নি সংযোগ, নারী নির্যাতন সহ নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, ৩১ আগস্ট উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি বাজারে গণহত্যা চালিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নিরীহ লোককে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। সেই সাথে ১ সেপ্টেম্বর উপজেলার রাণীগঞ্জ বাজারে একই ভাবে হত্যাযজ্ঞ চালানো হয়।
এ ব্যাপারে যুদ্ধকালীন সময়ের কোম্পানী কমা-ার ও জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসাইন বলেন, ১৯৭১ সালের ১১ নভেম্বর জগন্নাথপুর শত্র“মুক্ত হয়েছিল। দেশ স্বাধীনের পর থেকে ১১ নভেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন হয়েছিল। তবে গত ৪ বছর ধরে হঠাৎ করে ৯ ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালিত হয়ে আসছে। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে এরই ধারাবাহিকতায় গত ৪ বছর ধরে ৯ ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন হচ্ছে।