বিশ্বনাথে পুষ্টি সমন্বয় কমিটির সভা

9

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘আরডিআরএস বাংলাদেশ’ ‘সূচনা প্রকল্প বিশ্বনাথ’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলার নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সুস্থ ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলতে হলে তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করতে হবে। সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে সমৃদ্ধশালী, সুস্থ ও উন্নত জাতি গঠনে অবদান রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। স্কুলের শিশুরা তাদের টিফিনে যে খাবার খায় তা পুষ্টিসমৃদ্ধ কি-না, সে বিষয়ে মায়েদের খেয়াল রাখতে হবে। আমাদের নতুন প্রজন্মকে পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন করে তুলতে হবে।
এর আগে সভার শুরুতে সর্বমহলের সহযোগিতা ও পুষ্টি সচেতনতা বাড়ানোর আহবান জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সূচনার স্থানীয় পুষ্টি কর্মকর্তা হামিদা হক।
এ সময় আলোচনায় অংশ নেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, জনস্বাস্থ প্রকৌশলী সঞ্জিত সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, সাংবাদিক কাজী জামাল উদ্দিন, সাইফুল ইসলাম বেগ, বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা কান্ত দাশ, বিশ্বনাথ ব্রাঞ্চ’র প্রকল্প কর্মী আবদুল আলিম, সিসি প্রতিনিধি বাপন দাস।