৯ আগষ্ট শুরু হবে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম

23

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
সদ্য থ্রিলার এক মৌসুম শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ ইতিহাসে যাকে বলা হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর মৌসুম। সেই রোমাঞ্চের রেশ তাজা থাকতেই ২০১৯-২০ মৌসুম শুরু হচ্ছে ৯ আগস্ট।
নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে তারা স্বাগত জানাবে নরউইচ সিটিকে। পরের দিন (১০ আগস্ট) ওয়েস্ট হামের মাঠে খেলতে যাবে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। টটেনহাম লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে।
তবে পরের দিনই (১১ আগষ্ট), বসবে মৌসুম শুরুর অন্যতম মহারণ। ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা চ্যাম্পিয়ন চেলসিকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিনে নিউক্যাসলের বিপক্ষে খেলবে আর্সেনাল।
২০১৮-১৯ মৌসুমের শিরোপা নিশ্চিত করার জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ অবধি। শেষ পযর্ন্ত ৯৮ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ জিতে ম্যানসিটি। লিভারপুল মৌসুম শেষ করে তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে।