ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ী আটক

17

ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা :
ফেঞ্চুগঞ্জে মাইজগাও রেল কলোনিতে বিশেষ অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়ীকে জুয়ার বোর্ড থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ ছত্তিস গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আবুল হোসেন লাভলু(৪৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের ফেনার বাগের নাজিম (২৫), রফিকুল হকের ছেলে মাইজগাও মন্নান মিয়ার কলোনির বোরহান উদ্দীন (৩০), বালাগঞ্জ থানার মৈসাসী গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে ইয়াসীন মিয়া (২২), মাইজগাও শফিক মিয়ার কলোনীর ভাড়াটিয়া মো. আলমগীর(৩২), ছত্রিশ গ্রামের আবুল কালামের ছেলে জাবেদ আলী (২৩), মাইজগাঁও গ্রামের খুরশেদ আলমের ছেলে রবিউল ইসলাম (৩৫), চেরাগী গ্রামের মছদ্দর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮), চেরাগী গ্রামের খসরু মিয়ার ছেলে মামুন মিয়া (৩০), মাইজগাও পুরানগাও এর মৃত সোনা মিয়ার ছেলে ময়না মিয়া (৫৯), মাইজগাঁও নছরটিলার আব্দুল ছোবহান এর ছেলে শহিদ (১৮), মাইজগাও সৈয়দ মিয়ার কলোনির বাসিন্দা মৃত হাকিম মিয়ার ছেলে সেলিম (৩৬)।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ৩টায় ফেঞ্চুগঞ্জ মাইজগাও রেল কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তিনি আরো জানান, বিশেষ করে মাদক ও জুয়ার ব্যাপারে আমরা সব সময় জিরো টলারেন্স। এরকম অভিযান অব্যাহত থাকবে।