বড়লেখায় মানববন্ধন ॥ বিড়ির দাম বৃদ্ধি না করার দাবী

9

বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখায় মানববন্ধনে প্রধানমন্ত্রীর নিকট বিড়ির দাম বৃদ্ধি না করার দাবি করেছেন ভোক্তারা। বড়লেখা উত্তর চৌমুহনিতে ১৮ মে বিকেলে সিলেট অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোক্তারা ২০১৯-২০ অর্থ বছরের বিড়ির উপর অতিরিক্ত কর আরোপ না করে বরং কর কমাতে হবে এবং বিড়ি শ্রমিকদের নায্য মজুরি দাবি করেন। বক্তরা আরো বলেন প্রতি বছর বাজেট আসলে আমাদের মতো বিড়ি ধূমপায়ীদের আন্দোলনে সংগ্রাম করতে হবে। আর যে আন্দোলন সিগারেটের বিরুদ্ধে আন্দোলন কারণ দেশের কিছু আমলা প্রতি বৎসর বাজেট আসলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর কাছে বিক্রি হয়ে যায় আর সিগারেটের কর কমিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর বাড়িয়ে বিড়ি শিল্পকে বন্ধ করে দিতে চান। তাই মানববন্ধনে আপনাদের বিএটির দালালদের হুশিয়ার করে দিতে চাই। আপনাদের এই স্বপ্ন কোনদিন ও পূরণ হবে না। কারণ এই বিড়ি শিল্পে দেশের কেটে খাওয়া গরিব দুঃখী মেহনতী মানুষ জরিত। যাদের পাশে বঙ্গবন্ধু ছিল এবং এখোনো তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ অর্থ বছরের বাজেট অধিবেশনে বলেছিলেন বিড়ি উপর কোন টেক্স বাড়ানো হবেনা বিড়ি কে কুটির শিল্প ঘোষণা করতে হবে। আমরা প্রধান মন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন চাই সাথে সাথে বহু জাতিক কোম্পানি বিএটির বেনসন সহ সকল সিগারেটের কর বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি এবং বিড়ির কর ও দাম বৃদ্ধি না করার দাবি জানাই। মানববন্ধনে বক্তব্য রাখেন ভোক্তা ফেডারেশনের সিলেট অঞ্চলের সভাপতি মো. মশিউর রহমান খান বিয়ানীবাজার অঞ্চলের মো. জামাল উদ্দিন বিড়ি ভোক্তা ফেডারেশনের সাধারণ আলী হোসেন রাজু সাংগঠনিক সম্পাদক পাপলু দাস, শামসুল আলম মিজানুর রহমান, মহিউল আলম সহ অন্যরা।