বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচ উপলক্ষে মতবিনিময়

45
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ উপলক্ষে পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।

স্টাফ রিপোর্টার :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ এর মধ্যকার ১টি ও ১ দিনের ম্যাচ এবং ১৭ ডিসেম্বর ১টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত খেলা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় নাইওরপুলস্থ পুলিশের সদর দপ্তর সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মোঃ কামরুল আমীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এনএসআই, ডিজিএফআই, বিআরটিএ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, র‌্যাব-৯, সিভিল সার্জন অফিস, হোটেল রোজভিউ, ৭ম এপিবিএন এর প্রতিনিধিবৃন্দ উক্ত মিটিংএ উপস্থিত ছিলেন। উক্ত সভায় বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ এর মধ্যকার ক্রিকেট খেলা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে প্রতিনিধিবৃন্দ যার যার মতামত উপস্থাপন করেন। সভাপতি মহোদয় নির্বিঘেœ বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ এর মধ্যকার ক্রিকেট খেলা সম্পন্নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।