ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ফের কারাগারে

30
চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বাবরকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আবু নাঈম মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় বাবরকে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় সিলেটের আদালতে হাজিরা দিতে লুৎফুজ্জামান বাবরকে গত বুধবার সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে গতকাল শনিবার তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ফের কারাগারে ফেরত আনা হয়।