নাইওরপুল পয়েন্টে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

12

স্টাফ রিপোর্টার :
নগরীর নাইওরপুল পয়েন্টে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ২টার দিকে রামকৃষ্ণ মিশন সংলগ্ন দুটি খুঁটিতে ডিস ও ইন্টারনেটের তারের বাক্সেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে এলাকার ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিলে সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পেলো নগরবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিসের লিডার ফয়সল আহমদ চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুঁটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বারবার বিদ্যুৎ বিভাগে ফোন দেওয়া হলেও প্রথমে কেউই ফোন ধরেননি। পরে অনেক কষ্টে তাদের সাথে যোগাযোগ করা হয়। তাদের এ ব্যাপারে আরো সতর্ক থাকা দরকার।