প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে কাজ করছেন – মাহমুদ উস সামাদ এমপি

11

সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করছে। এতে গ্রামীণ জনগোষ্ঠির জীবনমান উন্নতির পাশাপাশি আর্থিক স্বচ্ছলতা আসবে। কামালবাজারে বাসিয়া নদীর উপর রাগীব আলী সেতুর উত্তর পাশে একটি সেতু নির্মাণের উদ্যোগে নেয়া হয়েছে। সেতুটি নির্মিত হলে দু’ সেতু দিয়ে যান চলাচল সহজতর হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৬ এপ্রিল শনিবার সকালে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ৬৭ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে কুড়িগ্রাম সড়ক পাকাকরণ কাজ ও ৪৪ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে সিলাম ইউনিয়নের ভাঙ্গী-কুতুব জালাল সড়ক পাকাকরণ কাজের পৃথক পৃথক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ আলহাজ¦ সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মইনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, কামালবাজার ইউপি প্রশাসক তন্ময় আদিত্য, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুতিন, সাধারণ সম্পাদক নেছার আলী, আওয়ামীলীগ নেতা হাজী আতিকুর রহমান, তুহিন চৌধুরী, আশিক আলী, শাহনুর মেম্বার, ফারুক আহমদ মেম্বার, সেলিম আহমদ মেম্বার, শফিক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি