কেমুসাস বইমেলার ষষ্ঠ দিন ॥ বিতর্ক ও যুক্তিচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়

35

বিতর্ক ও যুক্তিচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল মানুষ হিসেবে গড়ে ওঠে। বিতর্ক মানুষকে সহিষ্ণু করে তোলে। বিতর্ক একটি শিল্প। এর মাধ্যমে অনেক সত্য উঠে আসে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর দরগাহ গেইটে কেমুসাস বইমেলার ষষ্ঠ দিনে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কেমুসাস বইমেলা উপকমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে ও প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর উপদেষ্টা সালেহ আহমদ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ফায়যুর রাহমান এবং তরুণ গবেষক মাহবুব মুহম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি ও গবেষক সৈয়দ মবনু।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ বলেন, যুক্তির মাধ্যমে মানুষকে বদলানো সম্ভব। বিতর্কের মাধ্যমে তরুণরা নিজেদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি