নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস পালন

22

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালন করলো জেলা শিল্পকলা একাডেমি সিলেট। দিবসটি পালন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২৫ মার্চ সন্ধ্যা ৬:৩০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ শামসুদ্দিন বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। আলোক প্রজ্জ্বলনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ এবং বিশিষ্ট সাংবাদিক ও সিল টিভির প্রধান সম্পাদক আল আজাদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা অনিল তালুকদার, হারুনুর রশিদ, আব্দুর রহিম টেনাই উল্লাহ, মন্টু দাস, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু, সদস্য জাবেদ হোসেন ময়না, সামছুল হক লিটন, বিভিন্ন পর্যায়ের সংস্কৃতিকর্মী এবং জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ। বিজ্ঞপ্তি