গোয়াইনঘাটে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির দলিল হস্তান্তর

36
গোয়াইনঘাটে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির দলিল হস্তান্তর করছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সার্কেল পুলিশের এএসপি নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগ নেতা শুভাষ চন্দ্র পাল ছানা।
অনুষ্ঠান শেষে ৩০টি ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
এরপর বিকেলে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম উপজেলার জাফলং চা বাগানে সমতল ভূমিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেকারত্ব দূরীকরণে নির্মিত মাল্টিপারপাস প্রশিক্ষণ কেন্দ্র এবং জাফলংয়ে আগত পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় ৪০ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত দৃষ্টিনন্দন সিঁড়ির শুভ উদ্বোধন করেন।