শিশু নাট্য দিবসে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

23

গতকাল ২০ মার্চ। বিশ^ শিশু-কিশোর ও যুব নাট্য দিবস। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় তিনশত শিশু-কিশোর ও যুবদের অংশগ্রহণে শিশু সমাবেশ এবং একক ও দলীয় অভিনয়, সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই দিবসটির তাৎপর্যের আলোকে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। এতে শিশু-কিশোর ও যুবদের শুভেচ্ছা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশুশিল্পী সাদমান সাকিব নাবিলের একক অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানটি। পরে একে একে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে এমসি কলেজ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, পিডিবি উচ্চ বিদ্যালয়, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, রাজা জিসি হাই স্কুল ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি