জগন্নাথপুরে ধান ক্ষেতে ইঁদুরের আক্রমণ

46

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে এবার বোরো জমিতে ইঁদুর আক্রমণ করেছে। ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন কৃষকরা। ১৭ মার্চ রবিবার জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা হাওরে সরজমিনে দেখা যায়, ধানে থোড় এসেছে। সাদা থোড় ও সবুজের সমারোহ। বাতাসের তালে তালে দুলছে থোড় ধান।
এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এবার জমিতে ভাল ধান উৎপাদন হয়েছে। তবে ইঁদুর থোড় ধান কেটে নষ্ট করে দিচ্ছে। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ইঁদুরের গর্তে বিষ দেয়া হয়েছে। স্থানীয় পদ্ধতি, বাঁশের কঞ্চির মধ্যে পোষাক পরিয়ে মানুষের প্রতিকৃতি জমিতে দেয়া হয়েছে। তাতেও কাজ হচ্ছে না। ইঁদুর সমানে ধান কেটে চলেছে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা তপন চন্দ শীল বলেন, ইঁদুর দমনে গর্তে বিষ প্রয়োগ করতে হবে। আমরা কৃষকদের তা পরামর্শ দিচ্ছি।