কানাইঘাটে ভেজাল বিরোধী অভিযান জোরদার, ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

11
কানাইঘাটে ভোক্তা অধিকার আইনে জব্দকৃত মালামাল ধ্বংস করা হচ্ছে।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত আছে। প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং রমজান মাস উপলক্ষে উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছেন। পাশাপাশি সম্প্রতি মহামান্য হাইকোর্ট বিভিন্ন কোম্পানীর ৫২টি পণ্য নিষিদ্ধ করলে এসব পণ্য সামগ্রী বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকায় ব্যবসায়ীরা যাতে করে এসব পণ্য বিক্রি ও মওজুদ করতে না পারেন এজন্য জাতীয় ভোক্তাধিকার আইনে কানাইঘাটে অভিযান চালানো হচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা ১টায় কানাইঘাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় সিলেট জেলার সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৫২টি নিষিদ্ধ পণ্যের উপর অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের আফতাব ভেরাইটিজ ষ্টোরে নিষিদ্ধ ঘোষিত ৩শ কেজি মোল্লা লবণ ও প্রায় ৩০ কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ ও নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। রুবেল রেস্টুরেন্ট থেকে ৫ কেজি মোল্লা লবণ ৩ হাজার টাকা অর্থদন্ড, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়ে ভাই ভাই মিষ্টি ভান্ডার কে ২ হাজার, মাংস বাজারে মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ১ হাজার ও পারভীন ষ্টোরে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট থানার এএসআই আবু সুফিয়ান প্রমুখ। এ অভিযান অব্যাহত থাকবে বলে মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন।