মৌলভীবাজারের সাত উপজেলায় আজ ভোট

38

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার সদর উপজেলাসহ সাতটি উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রে গুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।
রবিবার (১৭ মার্চ) দিনব্যাপী মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয় থেকে ৭টি উপজেলার ৫১৬টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পুলিশ পাহারায় পৌঁছে দেয়া হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার হাতে এসব নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল মোবাইল ফোনে রবিবার রাত ৯টায় জানিয়েছেন, মৌলভীবাজার জেলায় উপজেলা নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি হাতে রয়েছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব মাঠে মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ২ হাজার পুলিশ, ৬ হাজার আনসার, ১৭-১৮ প্লাটুন বিজিবি মাঠে থাকছে। তাছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও পুলিশের টহল জোরদার থাকবে। সাদা পোষাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা মাঠে কাজ করবে। ’
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আশরাফুর রহমান জানান, মৌলভীবাজার ৭টি উপজেলায় মোট পৌরসভা সংখ্যা- ৫টি, ইউনিয়ন সংখ্যা-৬৭, ভোট কেন্দ্রের সংখ্যা মোট-৫১৯, ভোট কক্ষের সংখ্যা মোট-৩ হাজার ৩৯৩। ভোটার সংখ্যা- পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪। মহিলা ভোটার ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। মোট প্রার্থী সংখ্যা -চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮জন। মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৩ জন।