স্বাধীন বাংলাদেশ

21

মিনহাজ উদ্দীন শরীফ

পাকবাহিনী শত্রুসেনা
যখন প্রবেশ করে,
নিষ্ঠুর ভাবে গুলি চালায়
মানুষ মারা’র তরে।

বীর বাঙালি দেশের তরে
অস্ত্র তুলে হাতে,
বঙ্গবন্ধুর মুখের বুলি
শত্রু নাশ হয় যাতে।

দীর্ঘ নয়মাস লড়াই করে
ফিরলো নিয়ে জয়,
বাংলা মাকে রক্ষা করতে
কেউতো পায়নি ভয়।

শত্রু মুক্ত দেশ’টা গড়তে
রক্ত দিলো যাঁরা,
লাল সবুজের বৃত্তজুড়ে
স্মরণীয় আজ তাঁরা।

বিজয় নিশান আনলো যাঁরা
শত্রু করে শেষ,
তাঁদের জন্য পেয়েছি আজ
স্বাধীন বাংলাদেশ।