নগরীতে বিএসটিআই’র অভিযানে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

24

স্টাফ রিপোর্টার :
নগরীর বালুচর ও টিলাগড়ে পৃথক অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিস। গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিস, সিলেটের সিএম ও মেট্রোলজী উইং এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম কর্তৃক এ অভিযান চালানো হয়।
অভিযানে বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ না থাকায় সদর উপজেলার উত্তর বালুচরের ‘মেসার্স এরাবিয়ান ফুডস’, নগরীর টিলাগড়ের ‘মেসার্স চুনু মিয়া মাছের দোকান’, টিলাগড়ের ‘মেসার্স আকবর মিয়া মাংসের দোকান’ ও বিএসটিআই’র সিএম সনদ বিহীন বেকারী পণ্য উৎপাদন/বিক্রয়/বিতরণ করায় উত্তর বালুচরের ‘মেসার্স এরাবিয়ান ফুডস’ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয়।
বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট) প্রকৌশলী মো. শফিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।