সিসিক কাউন্সিলর শামীমের মাতৃবিয়োগ

48

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের মাতা ও সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম নেতা রাজনীতিবিদ মরহুম আলাউদ্দিন চৌধুরীর সহধর্মিনী বেগম রেজিয়া চৌধুরী আর নেই। রবিবার সকাল ৬টা ২২ মিনিটে ইলাশকান্দিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ বাদ আসর খাসদবীর মদনী জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে চৌকিদেখিস্থ হযরত নাসির উদ্দিন সিপাহসালারের (রহ.) মাজার সংলগ্ন আদিনা গোরস্তানে তাকে দাফন করা হবে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সর্বশেষ নির্বাচিত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল যুক্তরাজ্য থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ব্রিট বাংলা টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবুর মা রেজিয়া চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল গফফার, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, আলহাজ¦ শহিদ উদ্দিন চেয়ারম্যান, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, হুময়ুন আহমদ মাসুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফাতাহ সিদ্দিকী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মুর্শেদ, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, সহ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর এ.বি.এম জিল্লুর রহমানা উজ্জল, জেবুল হোসেন ফাহিম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে : সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম এর মাতার রেজিয়া বেগম চৌধুরীর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি