বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী’র ৩৫তম মৃত্যুবার্ষিকী কাল

58

মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চীফ, আজীবন গণতন্ত্রী, নীতি ও আদর্শের প্রতি অবিচল, দেশ ও জাতির দুর্যোগ-দুর্বিপাকের অতুলনীয় ত্রাতা, বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানী’র ৩৫ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৬ ফেব্রুয়ারি শনিবার।
জাতির এ সূর্যসন্তানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মরহুম ওসমানীর মাজার জেয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বিশ্বের নানা দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চীফ বঙ্গববীর জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন করছেন ।
ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ : বঙ্গবীর জেনারেল এম,এ,জি ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ বাংলাদেশ এবং যুক্তরাজ্য কমিটির যৌথ উদ্যোগে বঙ্গবীর ওসমানীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদে মরহুম ওসমানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বিকেল ৪ টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ কমপ্লেক্সে অবস্থিত মরহুম ওসমানীর মাজার জেয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত এবং পরে দরগাহ মসজিদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে ‘বঙ্গবীর জেনারেল ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’-এর সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ মৌলভীবাজার কমিটি ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রীস, তুরস্ক এবং মধ্যপ্রাচ্য ইউনিট সমুহ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
ওসমানী জাদুঘর : বঙ্গবীর ওসমানীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল, মরহুমের মাজার জিয়ারত, বিকেল ৪টায় জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সমাজের সর্বস্তরের নাগরিকবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে।
এছাড়াও, বঙ্গবীর জেনারেল ওসমানী কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসবী সংগঠন বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি