মা ও শিশুদের কল্যাণে সিসিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে – প্যানেল মেয়র লিপন বকস্

43

প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সিলেট সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে, মা ও শিশুদের কল্যাণে আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জন্ম নিবন্ধন এর ক্ষেত্রে আমি সব সময় যাচাই বাচাই করে থাকি, আমি চাই নিবন্ধনটি সঠিকভাবে হোক, তবে একটি বিষয় হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের বিয়েতে অনেকেই সরকারী নিয়ম ও আইন কানুনকে মেনে চলেন না, মুসলমান ধর্মে দেনমোহর ও কাবিন রেজিষ্ট্রি করা হলেও হিন্দু সম্প্রদায়ের অনেকের বিয়েতে তা করা হয় না। এতে পারিবারিকভাবে তাদের সমস্যায় পড়তে হয়, এ থেকে পরিত্রান পেতে হলে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে।
সিলেট সিটি কর্পোরেশন ও ইউনিসেফ’র যৌথ উদ্যোগে কদমতলীতে অনুষ্ঠিত মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক প্রচার কর্মশালা (এডভোকেসি ওয়ার্কসপ) সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (২) ও ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম (শাহানাজ), বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম, সিসিকের আরেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. দ্রুব পূরকায়স্থ, ইউনিসেফের সিলেট অঞ্চলের ইমার্জেন্সী অফিসার উম্মে কুলসুম নিপুন। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২৬ নং ওয়ার্ডের কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রচার কর্মশালা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন, সিসিকের ইউসিএম সেগুপ্তা জাহান রাইজা ও জয়নাল আবেদীন। কর্মশালায় অতিথিবৃন্দদের প্রশ্ন করেন, সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের যুগ্ম-আহবায়ক তরুণ সমাজসেবী ও আকবেট স্কুলের উপদেষ্টা বাবলু হোসেন হৃদয়, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেকসহ অন্যান্যরা। বিজ্ঞপ্তি