শীত এলো

10

জিয়াউর রহমান জিয়া

হেমন্ত গেলো শীত এলো
শীত পৌষ ও মাঘে,
মাঘের শীতে বাঘ নাকি
বন ছেড়ে ভাগে।

শীতে গায়ে চাদর দিলে
লাগে ভীষণ উম,
শীতের জামা গায়ে রেখে
দেই রাতে ঘুম।

ঘরে ঘরে তৈরি হয়
নানান স্বাদের পিঠা,
খেজুর গুড়ের সন্দেশ
খেতে দারুণ মিঠা।

শীত এলো শীতের জামা
কিনতে সবাই চাই,
অসহায় অনেক আছে
কেনার সাধ্য নাই।

অসহায় কে শীতবস্ত্র দাও
যাঁরা বিত্তবান,
সবিনয়ে সবার কাছে
করছি আহবান।