শ্রমিক নেতা আবুল কালাম আজাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

82
শ্রমিক নেতা আবুল কালাম আজাদ এর স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইমিট শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি আখতারুজ্জামান খান।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৯৩৩ ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২০৩৭ এর যৌথ উদ্যোগে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাবেক সহ সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু আবুল কালাম আজাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ৩ মার্চ রবিবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয়ে মনিকপীর টিলাস্থ মরহুমের কবরে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা, সিলেট শহর পূর্বাঞ্চল কমিটি, জাতীয় ছাত্রদল সিলেট জেলা ও শাবিপ্রবি শাখা, গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটি, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, কুলাউড়া উপজেলা শাখা, হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন, দক্ষিণ সুরমার উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, ফেঞ্চুগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, জালালাবাদ থানা হোটেল শ্রমিক ইউনিয়ন, শাহপরান থানা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জিল নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জিল নিবেদন শেষে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২০৩৭ এর কেন্দ্রীয় সহ সভাপতি আখতারুজ্জামান খান।
পরে বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কালাম আজাদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সুইমিট শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির আহবায়ক মোঃ ছাদেক মিয়া’র সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নে ও সুইমিট শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা কামাল এর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি আখতারুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ এর স্বপ্ন ছিলো শোষণহীন সমাজ প্রতিষ্ঠা। আমরা তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে দৃপ্ত শপথ গ্রহণ করছি। সামাজ্যবাদ, সামন্তবাদ, আমলা, দালাল, মুদসুদী, পুঁজিবিরোধী সংগ্রামকে অগ্রসর করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে রাষ্ট্র-সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। হোটেল শ্রমিকদের ন্যায় সঙ্গত সংগ্রাম, মূল মুজরী ২০ হাজার টাকা ঘোষণা নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটিসহ শ্রম আইন বাস্তবায়নের দাবী জানান।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা সুরুজ আলী, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীন, হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কাওছার খান, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিলু মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রুপেল চাকমা, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, পরিবারের পক্ষে মরহুমের বড় মেয়ে তানিয়া আক্তার সুখী প্রমুখ। বিজ্ঞপ্তি