কানাইঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশু সহ নিহত ২, আহত ৩০

147
কানাইঘাটে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস থেকে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় বছরে শিশু সহ ২ জনের মর্মান্তিক মৃত্যু এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল আড়াইটার দিকে কানাইঘাট রামপুর গ্রামের কটালপুরের পাশে। নিহতরা হলেন জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউপির নিলাম্বরপুর গ্রামের ছমির আলীর ৮ বছরের শিশু মেয়ে তাছনিয়া বেগম ও কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির নিজ কাড়াবাল্লা গ্রামের মৃত বশারত আলীর পুত্র ৩ সন্তানের জনক মুহিবুর রহমান (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জকিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস যাহার নং (সিলেট-জ ১১-০৫৯০) সিলেট যাবার পথে কানাইঘাট সড়কের বাজার রামপুর কটালপুরের পাশে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ীকে বাচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে শিশু তাছনিয়া গুরুতর আহত হয়ে মারা যায়। সিলেট সিওমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কানাইঘাটের মুহিবুর রহমান পথিমধ্যে মারা যান। তার লাশ মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত বেশ কয়েকজন কে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসের ভিতর থেকে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিওমেক সহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠান। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার পিএসআই ইসমাইল একদল পুলিশ নিয়ে দুর্ঘটনাস্থলে যান। তবে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে থানা সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানান এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ এখনো পর্যন্ত দায়ের করা হয়নি।