কাজিরবাজারে সংবাদ প্রকাশের পর কানাইঘাটে ষ্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ

34

কানাইঘাট থেকে সংবাদদাতা :
দৈনিক কাজিরবাজার পত্রিকায় গতকাল বৃহস্পতিবার সংবাদ প্রকাশের পর কানাইঘাট পৌরসভার জনবহুল খেয়াঘাট বাস স্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা পাথর ভাঙ্গার অবৈধ ষ্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। সরকারী খাস জায়গায় অবস্থিত এসব অবৈধ ক্রাশার মেশিনে কারণে এলাকার পরিবেশ ধূলা-বালুতে আক্রান্ত হলে শিক্ষার্থীরা সহ সচেতন মহল এসব ক্রাশার মেশিন অপসারণের দাবী জানিয়ে আসছিলেন।
জানা যায় পত্রিকায় এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ প্রকাশের পর বিষয়টি সিলেটের জেলা প্রশাসকসহ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশের ব্যাপক উপস্থিতিতে খেয়াঘাট এলাকায় অবৈধ ষ্টোন ক্রাশার বিরোধী অভিযানে নামেন। অভিযান কালে সরকারী খাস জায়গায় অবস্থিত ১৭টি পাথর ভাঙ্গার ষ্টোন ক্রাশার মেশিনের বেল্ট কেটে ফেলা সহ যন্ত্রপাতি অকেজো করেন ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং। তিনি আগামী ১৫ দিনের মধ্যে খাস জায়গায় অবস্থিত এসব ষ্টোন ক্রাশার মেশিন ও মজুদকৃত পাথর সরিয়ে নেওয়ার জন্য ক্রাশার মেশিনের মালিকদের নির্দেশ প্রদান করেন। অন্যতায় পরবর্তী অভিযান চালিয়ে সকল পাথর ভাঙ্গার মেশিন অপসারণ ও মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান। এ ব্যাপারে ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খেয়াঘাট এলাকায় সরকারী ভূমির উপর অবস্থিত এসব ক্রাশার মেশিন ও মজুদকৃত পাথর সরিয়ে নেয়ার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে মালিকদের নির্দেশ দিয়ে ছিলাম। কিন্তু তারা কথা রাখেনি, যার কারণে আমরা অভিযান চালিয়ে ১৭ টি ক্রাশার মেশিনের বেল্ট কেটে সহ যন্ত্রপাতি অকেজো করেছি। মালিকদের ১৫ দিনে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্ত ক্রাশার মেশিন তারা অপসারণ না করলে পরবর্তী অভিযান চালানো হবে।