চেক বিতরণে জেলা প্রশাসক ॥ সংস্কৃতিকর্মীদের যেকোন সহায়তায় সরকার গুরুত্ব দিয়ে এগিয়ে আসে

13

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটের বিশিষ্ট চারুশিল্পী ও জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন প্রশিক্ষক অরবিন্দ দাস গুপ্তকে চিকিৎসা সহায়তার জন্য ২ লাখ টাকা অনুদান দেয়া হয়। গতকাল ৫ ফেব্র“য়ারি মঙ্গলবার সকাল ১০টায় সিলেট এর জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম অনুদানের চেক শিল্পীর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে সালিক রুমাইয়া, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এবং সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত। জেলা প্রশাসক চেক প্রদানকালে বলেন, একজন শিল্পী তার শ্রম, মেধা, সাধনা দিয়ে সমাজ ও দেশকে একটি সৃজনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বলেন, সরকার সকল সময় সংস্কৃতিসেবীদের অবদানকে গুরুত্ব সহকারে মূল্যায়ন করে। তিনি শিল্পী অরবিন্দ দাশ গুপ্তের শারীরিক খোঁজ নেন এবং তাঁর সৃষ্টিশীল কাজের প্রশংসা করে সুস্থ জীবন কামনা করেন। চারুশিল্পী অরবিন্দ দাস গুপ্ত সরকারের প্রতি তাঁর চিকিৎসায় সহায়তা প্রদান করায় কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি জেলা প্রশাসকের হাতে তাঁর লেখা একটি গ্রন্থ উপহার দেন। বিজ্ঞপ্তি