কনক কুমার প্রামানিক

9

কুয়াশার চাদরে মোড়া :

সোনা রঙের সোনার ধানে
দিগন্ত জোড়া মাঠ,
দুই চোখে যেদিকে তাকায়
শিশির সিক্ত বাট।

কুয়াশায় গায়ে হিম ধরে
চাদরে শরীর ঢাকে,
উত্তরের হিম বাতাসে
ভোরবেলা কাক ডাকে।

দূর্বাদলে শিশির জমে
মুক্তোর মত লাগে,
পুব আকাশে অলস রবি
অনেক বেলায় জাগে।

কুয়াশা খুব অন্ধকার
যায়না দেখা ভালো,
ধীরে ধীরে সব গাড়ি চলে
লাগিয়ে দু’চোখে আলো।