ওসমানীনগরে যুবলীগ সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

27
প্রতিকী ছবি।

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া ও তার ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ তিন লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রবিবার দিনগত রাতে উপজেলা উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে যুবলীগ সভাপতি আনা মিয়া ও তার ভাই আরিজ মিয়ার বসতঘরে ডাকাতরা দুটি দলে বিভক্ত হয়ে হানা দেয়। ডাকাত দলের ছুঁড়া গুলিতে আনা মিয়া (৪০) ও তার ভাই আরিজ আলী (৫৫) ও আনা মিয়ার স্ত্রী আহত হয়েছেন। সোমবার সকালে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যুবলীগ সভাপতি আনা মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে কালো পোশাক পরা ১৫-২০ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল বসত ঘরের কলাসিবল গেইটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ লুট করে। একই সময়ে আনা মিয়ার ভাই ও ভাতিজার ঘরে ডাকাত সদস্যরা হানা দিয়ে নগদ ২ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আনা বলেন, আমাদের শুর চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় ডাকাতদের ছুঁড়া গুলিতে আমি গুলিবিদ্ধ হই এবং ও ডাকাতদের হামলায় আমার ভাইসহ বাড়ির লোকজন আহত হন। রাতেই আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য এস আল মামুন বলেন, ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতদলের সদস্যদের আটকে করতে অভিযান অব্যাহত রয়েছে।