কামিন্সের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অসিদের লিড

29

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
মাত্র তিন দিনেই শ্রীলঙ্কাকে এক ইনিংস ও ৪০ রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ক্যারিয়ার সেরা বল করে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা অজি পেসার প্যাট কামিন্স।
ব্রিসবেনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭ রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা তৃতীয় দিন কামিন্সের তোপে দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৩২ রান করেন লাহিরু থিরিমান্নে। তবে বলার মতো আর কেউ স্কোর করতে না পারায় ১৩৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
ক্যারিয়ার সেরা ইনিংস ও ম্যাচ বল করেন কামিন্স। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৮টি মেডেনসহ মাত্র ২৩ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। আর দুই ইনিংস মিলিয়ে ৬২ রানে ১০ উইকেটও তার ক্যারিয়ার সেরা। প্রথম ইনিংসে তিনি ৪ উইকেপ পেয়েছিলেন।
প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট লাভ করেন অভিষিক্ত পেসার জাই রিচার্ডসন।
এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১৪৪ রানের জবাবে স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩২৩ রান করেছিল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা-১৪৪ ও ১৩৯
অস্ট্রেলিয়া-৩২৩