হবিগঞ্জে শ্রমিক সংকটে বিপাকে কৃষকরা

19

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে এখন বোরো আবাদের ভরা মৌসুম। কিন্তু কৃষি শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন চাষীরা। কোনো কোনো স্থানে শ্রমিক পাওয়া গেলে মজুরি বেশি দিতে হচ্ছে। মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বোরো ধানের চাষাবাদ হয়ে থাকে। ধান কাটা শুরু হয় মে থেকে। এ বছর জেলার মোট ১ লাখ ১৮ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে গত বছর ১ লাখ ১৯ হাজার হেক্টর লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু চাষাবাদ হয়েছিল ১ লাখ ২১ হাজার ৪৩০ হেক্টর জমিতে। জেলার নয়টি উপজেলার মধ্যে সবকটি উপজেলাতেই বোরো আবাদ হয়ে থাকে। তবে বেশিরভাগ আবাদই হয় হাওরাঞ্চলে। চাষীরা বলছেন, শ্রমিকরা শীতে কাদা-পানিতে কাজের পরিবর্তে অন্য কাজে আগ্রহী হওয়ার কারণে এই শ্রমিক সংকট বাড়ছে। গুঙ্গিয়াজুরি হাওরপারের কৃষক গেদা মিয়া বলেন, কৃষি শ্রমিকের সংকটে তিনি চাষাবাদ করতে পারছেন না। যদিও শ্রমিক পাওয়া যায়, তারা রোজ ৫০০ টাকা মজুরি দাবি করে। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, বোরো ধান হাওর এলাকাতেই বেশি আবাদ হয়ে থাকে। শ্রমিক স্বল্পতার কারণে কৃষকরা বেশ দুর্ভোগ পোহাচ্ছেন। হাওর এলাকায় ধান রোপণের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্র আবিষ্কার করা প্রয়োজন।