বরইকান্দি ইউনিয়নে শিক্ষার্থীদের স্কুল ড্রেস-বিদ্যালয় পরিচ্ছন্ন সরঞ্জামাদি প্রদান

24

দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে এলজি এসপি ৩- ২০১৭-১৮ অর্থ বছরের আওতায় ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও ১টি হাইস্কুলে অসহায় গরীব মেধাবী ৮শ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ ও বৃক্ষরোপণের লক্ষ্যে গাছের চারা এবং বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। ৯ জানুয়ারী বুধবার বেলা ২টায় ইউনিয়ন পরিষদ হলে পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সচিব অঞ্জলী দেব অলি এবং ২নং ওয়ার্ড সদস্য এহসানুল হক ছানু’র যৌথ সঞ্চালনায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ তৈরীর লক্ষ্যে কাজ করছি। যাতে বিত্তবান পরিবারের সন্তানদের সাথে তাল মিলিয়ে গরীবের সন্তানরাও পড়া-লেখার সমান সুযোগ পায়। শিক্ষা ছাড়া কোন সমাজ বা এলাকা উন্নত হতে পারেনি। শিক্ষাই হচ্ছে আলোকিত সমাজ গড়ার হাতিয়ার। তাই বর্তমান সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছে। এধারা অব্যাহত থাকলে দেশ একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে সময় লাগবেনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হযরত শাহ চান্দে আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ ইকবাল হোসেন, প্রধান শিক্ষক অরবিন্দু সরকার, জালালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দত্ত কানুনগো, চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী দাস, সহকারী শিক্ষক বিদ্যুৎ দাস, ১নং ওয়ার্ড সদস্য আশিকুর রহমান আশিক। বিজ্ঞপ্তি