বিশ্বনাথে জনসচেতনতা বাড়াতে ক্লাস নিলেন ওসি

29

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
জনসচেতনতা বাড়াতে থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইভটিজিং, পুলিশ ও ট্রাফিক পুলিশের ঘোষ দুর্নীতি, সড়ক দুর্ঘটনা, জঙ্গিবাদ, মাদক ও ফেসবুক’র কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এরই মধ্যে বিশেষ ক্লাস নিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ ওসি শামসুদ্দোহা পিপিএম। সোমবার দুপুরে উপজেলা সদরের রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্লাস নেন তিনি। আর ওই ক্লাস নেয়ার মধ্য দিয়ে পুলিশের বিশেষ উদ্যোগের কার্যক্রম শুরু করা হয়। ক্রমান্বয়ে উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজেসহ প্রায় সবকটি শিক্ষা-প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ক্লাস নেয়ার সময় উপস্থিত ছিলেন, রামসুন্দর অগ্রগামী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান-শিক্ষক আব্দুল বারী, সিনিয়র শিক্ষক মাওলানা মহসিন আহমদ, সহকারী শিক্ষক আব্দুর রহিম, ট্রেড-ইন্সট্রাকটর ফয়জুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, যুগ্ম-সম্পাদক নবীন সোহেল ও সাংবাদিক অসিত রঞ্জন দে।