সিলেট চেম্বার এর সাথে চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান এর মতবিনিময়

27

গত ২ জানুয়ারী বুধবার চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বার এর নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্যভিত্তিক টিভি চ্যানেল, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় আহমেদ উস সামাদ চৌধুরী বলেন, বৃটেনের অর্থনীতিতে বাংলাদেশীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পেলে তারা দেশেও বিনিয়োগে আগ্রহী। তিনি বলেন, চ্যানেল এস বৃটেনে বাংলাদেশী কমিউনিটি ডেভেলপমেন্টের পাশাপাশি দেশে আর্তমানবতার সেবায়ও কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন বন্যার্ত ও প্রাকৃতিক দূর্যোগাক্রান্ত জনগণের পুনর্বাসনের লক্ষ্যে চ্যানেল এস সহযোগিতায় মৌলভীবাজার ও কানাইঘাটে ২০০টি বাড়ি তৈরী করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে ৫০০টি বাড়ি ও সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে। তিনি সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং সিলেটে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে চ্যানেল এস পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল, ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসবাহ উদ্দিন, নর্থ ইস্ট স্কটল্যান্ডের চেয়ারপার্সন মোঃ মোবারক আলী, প্রচার সম্পাদক সুফি সুহেল আহমদ, এফআইসি ইকোনমিক জোন এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম চৌধুরী, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান জামিল, লন্ডন প্রবাসী মোঃ আলাউদ্দিন, আয়াসুল করিম, মোঃ হোসেন আহমদ চৌধুরী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন মনজু প্রমুখ। বিজ্ঞপ্তি