ফয়সল আহমদ চৌধুরীর কৃতজ্ঞতা

18

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটার ও নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, গত ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচন দেখে আমি স্তব্ধ, হতভম্ব, সংক্ষুব্ধ ও মর্মাহত। জনগণের ভোটাধিকার প্রয়োগের নামে গণতন্ত্রের কবর রচনার এমন নীলনকশা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি এ প্রহসনের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। প্রতিবাদ জানিয়েছি এবং নতুন করে নির্দলীয় সরকারের অধিনে অধীনে পুনঃনির্বাচনও দাবি জানিয়েছি।’
ফয়সল আহমদ চৌধুরী বলেন, এত প্রতিকূল পরিস্থিতির মাঝেও আমার প্রাণপ্রিয় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসী যে অভূতপূর্ব ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তাতে আমি মুগ্ধ। ধানের শীষের প্রতি, ব্যক্তিগতভাবে আমার প্রতি যে ভালোবাসার নিদর্শন দেখিয়ে তাতে আমি চিরকৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আমৃত্যু তাদের হাসি-আনন্দ, দুঃখ- বেদনায় পাশে থেকে এই কৃতজ্ঞতার ঋণ শোধের চেষ্টা করে যাবো।
নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারাভিযানকালে গত এক মাসে আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, অনেকে আইনশৃঙ্খলা বাহিনী ও এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন, পুলিশী তল্লাশীর নামে বাসা বাড়ি তছনছের কারণে অনেকের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে; তাদের সকলের প্রতি আমর সহমর্মিতা-সমবেদনা। তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো।’
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসী, দলের নেতাকর্মী, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আপনারা আপনাদের সামর্থ্য মত চেষ্টা করেছেন। প্রহসনের আর প্রতারণার করে সরকার দল হয়তো আপাতত তা ছিনিয়ে নিয়েছে। তবে আস্থা রাখুন, শেষ পর্যন্ত সত্যের জয়, আপনাদের জয় হবেই।’ বিজ্ঞপ্তি