মাদক মামলার পলাতক আসামী ও পাতারবিড়িসহ গ্রেফতার ২

81

স্টাফ রিপোর্টার :
নগরীর শাহজালাল উপশহরে মাদক মামলার এক পলাতক আসামী ও মোগলাবাজারে পাতারবিড়িসহ ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত মঙ্গলবাজার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- জকিগঞ্জ থানার গঙ্গাজল গ্রামের মঈন উদ্দিন উরফে ময়না মিয়ার পুত্র জালাল মিয়া (৩৮) ও গোলাপগঞ্জ থানার লক্ষণাবন গ্রামের মৃত প্রনব নাগের পুত্র বর্তমানে মেজরটিলা নাথপাড়ার বাসিন্দা পরিমল নাগ (৫৫)।
র‌্যাব জানায়, মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস এর নের্তৃত্বে শাহ্পরাণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। আভিযানে শাহজালাল উপশহর এলাকা থেকে গত ২৭ অক্টোবর মাদক মামলার এজারহারনামীয় পলাতক আসামী জালাল মিয়াকে গ্রেফতার করে। উলে¬খ্য যে, ধৃত আসামী গ্রেফতার এড়াতে সিলেট শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর অপর একটি দল এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে মোগলাবাজার থানা এলাকা অভিযান পরিচালনা করে। আভিযানে পশ্চিমবাগ আবাসিক এলাকা ছমন্দর আলী জামে মসজিদ গেইট এর সামন থেকে ভারতীয় নিষিদ্ধ ৭ হাজার পিস পাতার বিড়িসহ পরিমল নাগকে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মোগলাবাজার থানায় হস্তান্তর করার পর জেলে প্রেরণ করেছে পুলিশ।